ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মাভাবিপ্রবিতে নেক্সট জেনারেশন স্টোরেজ ডিভাইসেস সেমিনার 

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৬, ২৮ জানুয়ারি ২০২০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে ‘নেক্সট জেনারেশন স্টোরেজ ডিভাইসেস: ফান্ডামেন্টাল এন্ড বেসিক নেনো-ডাইমেনশনাল ডিজাইন অব নিউ নেনো-পার্টিক্যালস ফর সুপারক্যাপাসিটর অ্যাপ্লিকেশনস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার ইয়াংনাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাসি রাণী বারই।

সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড.আশীষ কুমার সরকার এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. নূরুজ্জামান। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি